গাইবান্ধায় আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৪

পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি জলাশয়ের ইজারার টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে বুধবার আওয়ামীলীগের দু-পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে উভয় পক্ষের সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়। আহতরা হলেন সাখোয়াত হোসেন (৩০), আলাতন শেখ (২৫), সাকিব মিয়া (২২), চঞ্চল মিয়া (৩৫), আইয়ুব আলী (২৬), সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (৪৮), সুইট মিয়া (২৫), রশিদ মিয়া (৪৬), হযরত আলী (৬০), সজল মিয়া (২৫), আউয়াল মিয়া (৪৪), মতিন মিয়া (৫০), আমিনুল ইসলাম (২৫) ও জাহিদুল ইসলাম (৪০)। তাদের বাড়ী গোবিন্দগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে টেন্ডার জমা দেয়া নিয়ে আওয়ামীলীগের বর্তমান এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর লোকজনের সাথে সাবেক এমপি আবুল কালাম আজাদের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির এবং ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এসময় উপজেলা পরিষদের সামনের রাস্তার দু’পাশে দু গ্রুপে অবস্থান নিয়ে চলে ধাওয়া পালটা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পিবিএ/কেই/এমএসএম

আরও পড়ুন...