মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
রোববার (২৩ জুন) দুপুরে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। আলোচনা শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করে তবারক বিতরণ করা হয়।