গাইবান্ধায় এসডিজি বাস্তবায়নে সংলাপ অনুষ্ঠিত

gaibandha-pba

পিবিএ,গাইবান্ধা: ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহণে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকা শীর্ষক গাইবান্ধা সংলাপ’ শনিবার জেলা শহর সংলগ্ন রাধাকৃষ্ণপুর এসকেএস ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশন এতে সার্বিক সহযোগিতা করে।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সঞ্চালনায় এই সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফায়েল হোসেন।
সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিডি’র ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটন, অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ড. খালিদ হোসেন, ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অপর্ণা বর্মা, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এছাড়া মুক্ত আলোচনা অংশ গ্রহণ করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আব্দুল লতিফ, জেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক প্রামানিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, আফরোজা লুনা প্রমুখ।

প্রধান অতিথিসহ বক্তারা বলেন, বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রযাত্রা শুরু করেছে। এজন্য জাতীয় পর্যায়ে সামাজিক ও নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া ও বিপন্ন জনগোষ্ঠীগুলোকে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সহায়তা করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- গ্রামীণ দরিদ্র, বিধবা, বৃদ্ধ, দরিদ্র নারী ও শিশু, আদিবাসী সম্প্রদায়, অক্ষম জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত পরিষেবা, গ্রামীণ নারীদের আত্মনির্ভরতা ও কর্মসংস্থান সৃষ্টি করা।
এ প্রেক্ষাপটে এই গাইবান্ধা সংলাপের উদ্দেশ্য হলো- এসডিজি সংশি¬ষ্ট যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেগুলো সম্পর্কে স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নের সাথে যুক্ত জনসম্পৃক্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের অবহিত করা ও এগুলোর বাস্তবায়ন সুষ্ঠু এবং তরান্বিত করার লক্ষ্যে সরকারি কর্তৃপক্ষ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের সক্রিয় করা।
সংলাপে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভাগীয় সরকারি কর্মকর্তা, গাইবান্ধার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পিবিএ/কে আই/হক

আরও পড়ুন...