পিবিএ,গাইবান্ধা: হাসি মুখে ফিরলো বাড়ী হারানো জিনিস পেয়ে। ডিবি পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান হতে নানা ভাবে চুরি যাওয়া ১টি অটোবাইক, ১টি ইজিবাইক ও ৫টি মটর সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ২০ আগস্ট বৃহস্পতিবার পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এব্যাপারে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। প্রেস বিফ্রিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবি ওসি মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।
প্রেস বিফ্রিংয়ে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলার গোয়েন্দা পুলিশ চলতি বছর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি অটোবাইক, ১টি ইজিবাইকসহ সর্বমোট ১৬টি মটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এরমধ্যে প্রকৃত মালিককে অনুসন্ধান করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ২০ আগস্ট বৃহস্পতিবার ১টি ইজিবাইকসহ ৫টি মটর সাইকেল প্রকৃত মালিকদের সনাক্ত করে হস্তান্তর করা হয়। যে সমস্ত মালিকের ইজিবাইক ও মটর সাইকেল হস্তান্তর করা হয় তারা হলো- গাইবান্ধার গোবিন্দগঞ্জের মমিন মন্ডল, সুন্দরগঞ্জের প্রভঞ্জন কুমার রায়, সদর উপজেলার উত্তর গিদারীর আব্দুস সালাম খন্দকার, রংপুরের মিঠাপুকুর থানার আফজাল হোসেন ও মাহবুব হাসান এবং বগুড়া জেলার শিবগঞ্জের রিপন মোল্লা।
এসব হারানো জিনিস ফিরে পেয়ে ভুক্তভোগীরা হাসি মুখে বাড়ী ফেরার আগে পুলিশের নিকট এমন সেবা পেয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনা করে দোয়া করেন।
পিবিএ/আশরাফুল ইসলাম/এসডি