মোঃ রিফাতুন্নবী,রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিজুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।
নিহত আজিজুল ইসলাম ওই এলাকার মৃত কাছু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মৃত মোসলেম কারীর ছেলে গোলাম ফারুক মিয়া, জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ও মৃত আব্দুল মিয়ার ছেলে সিদ্দিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা সংক্রান্ত ভোগদখল নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার বেলা ১২টার দিকে আজিজুল ইসলামের বাড়িতে গিয়ে গোলাম ফারুক, শহিদুল ইসলাম ও সিদ্দিক মিয়া হামলা করেন। এসময় আজিজুল ইসলামকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন যায়গায় এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। এসময় আজিজুল ইসলামের ডাক-চিৎকারে তার ছেলে সোহেল মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্বজনরা আহত আজিজুল ও তার ছেলে সোহেলকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, এঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতারসহ থানায় মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।