মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আখিরা নদী থেকে অজ্ঞাত (২৯) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধাপেরহাট জামদানীঘাট ব্রিজ সংলগ্ন আখিরা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে ওইস্থানে জেলেরা মাছ ধরতে গেলে নারীর ভাসমান মরদেহ দেখতে পায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
এদিকে, এই লাশের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়- সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামের মোসলেম উদ্দিনের পরিবার। তাদের মোসলেমা বেগম নামের এক মেয়ে কয়েকদিন আগে নিখোঁজ হয়েছে। এটিই মোসলেমার মরদেহ বলে দাবি করেন তারা। লাশটি পচেঁ বিভৎস্য হওয়া নাম-পরিচয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য একরামুল মিয়া বলেন, ওইস্থানে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটি দেহে পঁচন ধরায় তাৎক্ষণিক নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
এব্যপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।