গাইবান্ধায় নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের ফাঁসি এবং রবিদাস সম্প্রদায়ের জমি জোর পূর্বক বেদখল ও তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করায় দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
মানববন্ধন

পিবিএ,গাইবান্ধা: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের ফাঁসি এবং রবিদাস সম্প্রদায়ের জমি জোর পূর্বক বেদখল ও তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করায় দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক রনজিৎ বকশী সূর্য্য, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক দীপক কুমার পাল, সদস্য গোবিন্দ লাল দাস প্রমুখ।

বক্তারা বলেন, নুসরাত জাহান রাফিকে আগুনে পোড়ানোর ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলার ওই মাদ্রাসার অধ্যক্ষসহ দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে সারাদেশে ধর্ষণসহ অব্যাহত নারী-শিশু হত্যা ও পাচার বন্ধ করতে হবে। নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সমান আচরন করতে হবে।

বক্তারা আরো বলেন, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের ফাঁসি এবং রবিদাস সম্প্রদায়ের জমি জোর পূর্বক বেদখল ও তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করায় দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...