মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় এ বজ্রপাতের দূর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন কাতলামারী এলাকার জিন্নাহ সর্দারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে ফরহাদ হোসেন বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নেওয়ার সময় আকাশে বজ্রপাত ঘটে হতে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু বলেন, বজ্রপাতে ফরহাদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।