মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধায় কোটা সংস্কারের দাবি’র আন্দোলনে সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পুলিশ। এতে অন্তত ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৭৮ জন।
শনিবার (২৭ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
কোটা সংস্কারের দাবিতে গত ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীরা জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেলগেটে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজিত হয়ে ওঠে তারা। দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। পরে উত্তেজিত শিক্ষার্ধীদের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে আওয়ামীলীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে জেলা বিএনপির অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে নেতাকর্মীরা।
এরপর ১৯ জুলাই দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ছাকা বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। একইদিন শহরের রেলস্টেশনে হামলা ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি নাশকতার মামলা করে রেলওয়ে পুলিশ।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মামলায় এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।