গাইবান্ধায় ১১ টি ইউনিটের কমিটির অনুমোদন করলো ছাত্রদল

পিবিএ,গাইবান্ধা: জাতীয়তাবাদি ছাত্রদল গাইবান্ধা জেলা শাখা গত কাল ১১ আগস্ট মঙ্গলবার জেলার ১১ টি ইউনিটের কমিটি অনুমোদন করে ঘোষণা করেছেন।
সংগঠনটির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জাতীয়তাবাদি ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক গাইবান্ধা জেলা শাখার অধিনস্থ ১১ টি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়। ইউনিট গুলো হলো গাইবান্ধা সদর থানা শাখা ছাত্রদলের কমিটির আহবায়ক ইমাম হাসান আলাল ও সদস্য সচিব রেজওয়ান আহম্মেদ রানা। গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের কমিটির আহবায়ক সাইফুল ইসলাম শাওন,সদস্য সচিব আরমান হোসেন বাপ্পি। গাইবান্ধা শহর শাখার কমিটির আহবায়ক সুজন পাটোয়ারী ও সদস্য সচিব মেহেদী হাসান মুন। গোবিন্দগঞ্জ থানা শাখা ছাত্রদলের কমিটির আহবায়ক ষৈয়দ আল আমিন রনি ও সদস্য সচিব মনির হোসেন সরকার।গোবিন্দগঞ্জ সরকারি কলেজ শাখার কমিটির আহবায়ক মাহমুদ পাঠান বিপুল ও সদস্য সচিব জাহিদ হাসান প্রধান। গোবিন্দগঞ্জ পৌর শাখা কমিটির আহবায়ক খাইরুল ইসলাম ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।সাঘাটা থানা ছাত্রদলের কমিটির আহবায়ক মাহফুজ আহম্মেদ হিটু ও সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল। বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটির আহবায়ক সুজন আহম্মেদ শিপন ও সদস্য সচিব সোহেল রানা। সাঘাটা ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির আহবায়ক জাকিরুল ইসলাম জাকির ও সদস্য সচিব শাহিনুর ইসলাম। ফুলছড়ি থানা ছাত্রদলে কমিটির আহবায়ক আলমাস হোসাইন ও সদস্য সচিব আসিফ সরকার সাজ্জাদ ছোটন । ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলে কমিটির আহবায়ক আশিকুর রহমান বাদশা ও সদস্য সচিব আবু শামা নাঈম। প্রতিটি ইউনিটের ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক। এ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে , প্রতিটি ইউনিটের নতুন কমিটি আগামী ৬০ দিনের মধ্যে তাদের অধিনস্থ ইউনিট সমূহের সাংগঠনিক কমিটি করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও অনুমোদিত নতুন কমিটির গুলোতে নাম বা কোন তথ্য গোপন করা হলে জেলা ছাত্রদল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।

পিবিএ/আশরাফুল ইসলাম/এসডি

আরও পড়ুন...