গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে ফয়জারের দোকানের পোড়া চা সুখ্যাতি ছড়াচ্ছে জেলা জুড়েই। তার চা খেতে আসেন বহু নারী-পুরুষ সহ সব ধরনের বয়সের লোকজনেই। প্রতিদিন আধা মণ চা পাতা, এক মণেরও বেশি চিনি ও আট মণ দুধ পুড়িয়ে তৈরি হয় ফয়জারের পোড়া চা। দিনে পোড়া চা বেচাবিক্রি হয় ৩০ হাজার টাকার ও বেশি। মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত