পিবিএ ডেস্ক: বলিউড অভিনেতা অর্জুন রামপাল। খাওয়ার টেবিলে বসে আছেন তিনি। গাল ভর্তি দাড়ি। মাথায় পরেছেন জলপাই রঙের টুপি। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি মুখে দিলেন গোল করে কাটা গাজরের একটি টুকরো। সেই গাজর চিবোতে শুরু করলেন।
এরপরই ঘটে গেল ঘটনাটা। গাজর চিবানোর সঙ্গে সঙ্গেই বদলাতে লাগল তার মুখের অবয়ব। মানুষ থেকে আস্তে আস্তে গাধার মতো হয়ে গেল তার মুখ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানেই এমন কান্ড দেখা গেল।
ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষ ইউজারের সাড়া মিলেছে। তবে সবাই হেসে লুটোপুটি খাচ্ছেন। অনেকে বিস্ময় করছেন এটা কী করে করলেন অর্জুুন?
কীভাবে অর্জুন থেকে ‘গাধা’ হলেন অভিনেতা তা না জানালেও আন্দাজ করা যাচ্ছে ক্যামেরার কোনো একটি ফিল্টারের কারসাজিতেই এই ঘটনা ঘটেছে।
পিবিএ/এমএসএম
https://www.instagram.com/p/B8tyufGFH5i/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again