
রাজন্য রুহানি,জামালপুর: স্বাধীনতাকামী মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের ওপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর দরবার শরীফ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে শহরের তমালতলায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, শাহ সূফি শায়াখুল ইসলাম, মুফতী আবুল হাসেম, মজিবুর রহমান প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জামালপুর দরবার শরীফের সকল আশেকান, জাকেরানসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।