গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৫০০

গাজার এক হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হামাস সরকার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটিরে শত শত অসুস্থ এবং আহত রোগী ছিল। সেই সঙ্গে ইসরায়েলি হামলার কারণে ঘরছাড়া লোকেরাও সেখানে আশ্রয় নেয়।

টানা ১২ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে পাঁচ হাজারের বেশি জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

আরও পড়ুন...