গাজা উপত্যকায় ৩২ জনকে হতার পর ইসরাইলের অস্ত্রবিরতি

পিবিএ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই পক্ষই একটি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে এ চুক্তি কার্যকর হতে যাচ্ছে। জ্যেষ্ঠ মিসরীয় কর্মকর্তা ও ইসলামিক জিহাদের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মিসরীয় ওই কর্মকর্তা বলেন, মিসরীয় চেষ্টায় এই অস্ত্রবিরতি এসেছে। ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি পক্ষগুলোও এতে সম্মতি দিয়েছে। এএফপিকে ইসলামিক জিহাদ সূত্রও এ খবর নিশ্চিত করেছে।

ইসরাইলি হানাদার বাহিনীর বিমান হামলায় গত তিন দিনে ৩২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।

মঙ্গলবার সকালে ইসরাইলি গুপ্তহত্যায় প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের এক কমান্ডার নিহত হয়েছেন। এরপরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আবু মালহুসের পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।

উত্তর গাজার দির আল-বালাহে তাদের বাড়িতে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করেছে ইসরাইলি বাহিনী। অস্ত্রবিরতি ঘোষণার পর মর্গের বাইরে এবং জানাজায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য ফিলিস্তিনিরা শোক প্রকাশ করেন।

হামলার ঘটনার পর কায়রোতে বুধবার বিকালে মার্কিন দূত নিকোলয় ম্লাডেনভ সফরে যান। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, লড়াই বন্ধ করতে তিনি আলোচনায় বসেছিলেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...