পিবিএ,গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে।শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে কেয়া স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে। এর আগে রাত ৯টার দিকে একই থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ১৫টি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, ডিবিএল, জয়দেবপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থল দুটিতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া মন্ডল জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে হতাহতের কোনো খবর জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
পিবিএ/এএইচ