পিবিএ,গাজীপুর: গাজীপুর কোনাবাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শারমিন আক্তার লিজা (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক কলেজ ছাত্র মোস্তাকিন রহমান রাজুকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুর ১:৪৫ মিনিটে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার লিজা কোনাবাড়ির আমবাগ এলাকার শফিকুল ইসলাম শফিকের মেয়ে। সে কোনাবাড়ি ক্যামব্রিজ কলেজের ছাত্রী ছিল।
ঘাতক মোস্তাকিন রহমান রাজুও একই এলাকার লিংকন মেমোরিয়াল কলেজের ছাত্র। সে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল শারমিন। পথে দুপুর পৌনে ২টার দিকে লিংকন কলেজের পাশে পৌঁছালে রাজু লিজাকে পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়, লিজা প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজু লিজার বুকের উপরে ছুরি মারে। ছুরির আঘাতে লিজা মাটিতে পড়ে যায়।
নিহতের ভাই সুজন জানান, লিজাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক রাজুকে জনতা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জিএমপির কোনাবাড়ি থানার আবু সাইদ জানান, মোস্তাকিন রহমান রাজুকে আটক করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ রিপোর্ট লেখার সময় থানায় মামলার প্রস্ততি চলছিল।
পিবিএ/এএইচ