গাজীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পিবিএ ডেস্ক: গাজীপুরে আটকের পর ১৭ মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার হয়। সোমবার রাতে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। পুলিশ জানায়, লিয়নের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ১৭টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় পুলিশ গতকাল লিয়নকে কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। রাতে তার দেয়া তথ্যমতে, এস আই রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

একপর্যায়ে তারা থানার সিনাবহ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা লিয়ন বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় লিয়ন পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের ৫ সদস্য সামান্য আহত হয়। ঘটনাস্থল থেকে লিয়ন বাহিনীর সদস্যরা পালিয়ে গেলেও সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭ টি মামলা রয়েছে।

পিবিএ/আইকে

আরও পড়ুন...