গাজীপুর সিটিতে এডিস মশা নির্মূলে বিশেষ কর্মসূচি শুরু

পিবিএ, ঢাকা : গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশা নিধন এবং করোনা ভাইরাস প্রতিরোধে ব্যপক কর্মসূচি শুরু করা হয়েছে।

আজ ৯ এপ্রিল শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ কর্মসূচির উদ্বোধন করেন ।

মেয়র বলেন, সিটি করপোরেশনে ডেঙ্গু এবং করোনাভাইরাস প্রকোপ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য পোল্যান্ডের ওষুধ সিঙ্গাপুরের মাধ্যমে আমদানি করে ১৫০টি ফগার মেশিনের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ছিটানো হবে। কোনোভাবেই যেন করোনাভাইরাস এবং সামনে ডেঙ্গু মশা আমাদের মানুষের ক্ষতি করতে না পারে সেজন্যে এ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সবার কাছে এসব পৌঁছে দেব। তিনি নগরবাসীকে পরিচ্ছন্ন থাকার আহবান জানিয়ে তাদের জানমাল রক্ষায় সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

সিটি করপোরেশনের টঙ্গী বাজার এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়দেবপুর পর্যন্ত ফগার মেশিনের মাধ্যমে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মশক নিধনে ওষুধ ছিটানোর সময় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।

পিবিএ/মোহাম্মদ আলম

আরও পড়ুন...