পিবিএ, ধর্মপাশা : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত/সংস্কার ও নির্মাণের জন্য ধর্মপাশা উপজেলায় গঠিত ৮৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেবের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইমরান হোসেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নূরুল মোমেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ফজলে এলাহী,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পিআইসি সভাপতি নূর কামাল, মাসুদুল হক, রইছ উদ্দিন, টিপু মিয়া, রুহুল আমিন, মাহফুজ আনাম প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তার বক্তব্যে বলেন, ‘সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন চাই। কাজে কোন রকম গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে। ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রকল্প এলাকায় যাবেন। সর্বক্ষণ বাঁধের কাজ তদারকিতে থাকবেন। ধান কাটা শেষে বাঁধের পাহাড়া দেওয়ার কাজ করতে হবে পিআইসিদের। কোন অবস্থাতেই বাঁধ কাটা যাবে না। যারা বাঁধ কাটবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জেলা প্রশাসক ধর্মপাশা উপজেলার ধানকুনিয়ার হাওরের নূরপুর ক্লোজার, চন্দ্র সোনারথাল হাওরের শয়তানখালির ক্লোজার পরিদর্শন করেন।
উল্লেখ্য, ধর্মপাশা উপজেলায় চলতি বছরে ৮৭ টি প্রজেক্ট ইমপি¬মেন্টেশন কমিটি( পিআইসি) রয়েছে।
পিবিএ/আইএইচ/জিজি