পিবিএ,ঢামেক: রাজধানীর শান্তিনগর ইপোক গার্মেন্টসের ৫ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে নাসরিন আক্তার (১৯) নামের এক নারী পোশাক শ্রমিকের আত্মহত্যা করে বলে জানা গেছে।
বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে ছাদ থেকে লাফ দেয় সে। পরে দেখতে পেয়ে গার্মেন্টস কর্মীরাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৪ টায় মৃত ঘোষণা করেন।
ইপোক গার্মেন্টসের এডমিন অফিসার মিজানুর রহমান পিবিএ কে জানান, ৫ তলায় হেল্পার হিসেবে চাকরী করতো নাসরিন। বিকেলে আওয়াজ শুনে গার্মেন্টসের সামনে গিয়ে নাসরিনকে রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং সে ভবনের ছাদ থেকে লাফ দিয়েছে বলে জানা যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পিবিএ/এমএসএম