গাড়ী প্রতীক নিয়ে কুড়িগ্রামে ইমরান এইচ সরকার

মমিনুল ইসলাম বাবু
পিবিএ,কুড়িগ্রাম: হাইকোর্টে আপিল করে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মোটর গাড়ী (কার) প্রতীক পেয়েছেন।

সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা পারভীন’র কাছ থেকে প্রতীক পেয়েই গণসংযোগ শুরু করেছেন এলাকাবাসীর সাথে।

তিনি জানান, উন্নয়নের গতির সাথে তাল রেখে মার্কা বেছে নিয়েছেন মোটর গাড়ি। নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনের তিনটি উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভোটের ময়দানে ছুটে বেড়াচ্ছেন এই তরুণ নেতা। কর্মসংস্থান বন্যা ও নদী ভাঙনে রোধ গৃহহীনদরে বাসস্থান করা, রাজিবপুরে ফেরী চলাচল রৌমারীর সাথে রেলপথ নির্মাণ করাসহ এলাকার বিভিন্ন উন্নয়নরে প্রতিশ্রুতি দিচ্ছেন।

কুড়িগ্রাম-৪ আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থী মধ্যে ডাব প্রতীক ইমান আলী, কুড়াল প্রতীক মো: ইউনুছ আলী এবং সিংহ প্রতীক পান সাবেক এমপি মো: গোলাম হাবিব। আওয়ামীলীগের নৌকা দলীয় প্রতীক জাকির হোসেন, বিএনপি’র ধানের শীষ দলীয় প্রতীক আজিজুর রহমান, জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাতপাখা দলীয় প্রতীক আনছার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মই দলীয় প্রতীক আবুল বাশার মঞ্জু, গণতন্ত্রী পার্টি দলীয় প্রতীক কবুতর আব্দুস সালাম কালাম, ওয়ার্কাস পার্টি কোদাল দলীয় প্রতীক মহী উদ্দিন আহমেদ, গণফোরাম প্রতিক উদীয়মান সূর্য্য দলীয় প্রতীক মাহফুজার রহমান, জাকের পার্টি গোলাম ফুল দলীয় প্রতীক শাহ আলম।

পিবিএ/জেড আই

আরও পড়ুন...