গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুবি

ইমরান হোসাইন,কুবি: সারাদেশ ব্যাপী চলমান গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ৩য় ধাপে আগামীকাল সোমবার (১নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সি’ ইউনিটের পরীক্ষা। দেশের অন্যান্য কেন্দ্রগুলোর মতোই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্র সম্পন্ন করেছে তাদের প্রস্তুতি। অনুষ্ঠিতব্য ‘সি’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৬ জন।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি পরীক্ষার্থীরা সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বরাবরের মতোই পরীক্ষার্থীদের সহায়তায় উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ও ২৪ অক্টোবর গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিট ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। সে বার কুবি কেন্দ্রে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।

আরও পড়ুন...