নাজমুল হুসাইন ,ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ (মানবিক) ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। এই কেন্দ্রের মোট ছয়টি একাডেমিক ভবনে দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। আইসিটি সেল সূত্রে, এতে ছয় হাজার আটশত পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে জানা যায়।
আইসিটি সেল সূত্রে জানা যায়, পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ৩০৪ জন, অনুষদ ভবনে ১ হাজার ২০০ জন, রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৯১০ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে ৮৮৯ জন, ব্যবসায় প্রশাসন ভবনে ১ হাজার ৬৩২ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ৯১৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন, সৌন্দর্য্য বর্ধন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া গুচ্ছ নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতি জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্দেশনায় আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ক্যালকুলেটরসহ অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ভর্তি পরীক্ষার শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছি। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র্যাব, আনসারসহ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট দায়িত্ব পালন করবে। কেউ কেন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়াও এবার অতিরিক্ত পুলিশসহ নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে এবং আরও সুষ্ঠু ও সুন্দর করতে কুষ্টিয়া, শৈলকূপা থানার ওসিসহ উপাচার্যের সাথে সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এসময় তিনি সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে সকলের সহযোগিতাও কামনা করেন।
উল্লেখ্য, আগামীকাল ২০ মে হতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ জুন এ-(বিজ্ঞান) ইউনিট, ২০ মে বি-(মানবিক) ইউনিট এবং ২৭ মে সি-(বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।