গুজব প্রতিরোধে বিশ হাজার শিক্ষার্থীর পাঁচ কিলোমিটার মানববন্ধন

পিবিএ,ঢাকা: পঞ্চম শ্রেণীর ছাত্র মো. আকরাম। আল আমিন ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। দাড়িয়ে আছে প্ল্যাকার্ড হাতে। তাতে লেখা, গুজব ছড়ায় দুষ্টরা। বিশ্বাস করে মুর্খরা।শিশুটিকে জিজ্ঞাসা করা হয়, কিসের জন্য এসেছো লাইনে। কাদের আয়োজন?’ সরল হেসে শিশুটি জানায়, কল্লাকাটা আর ছেলেধরার বিরুদ্ধে স্যাররা নিয়া আসছে।পুলিশ আংকেলরা আমাদের খাবার দিছে। রাজধানীর কামরাঙ্গীর চর থানা পুলিশের নবনিযুক্ত ওসি মশিউর রহমানের আয়োজনে মানববন্ধনে থানার ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিশ শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনের দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার ছাড়িয়ে যায়।

ওসি কামরাঙ্গীরচর মশিউর রহমান বলেন, দুই সপ্তাহ হলো এসেছি। গুজবের বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকাটিকে সচেতন করার চেষ্টাকে প্রধান দায়িত্ব মনে করেছি। তাছাড়া এখানে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। ছড়িয়ে পড়ার আগেই সবাইকে সচেতন করতে চেয়েছি।

তিন ওয়ার্ডের কাউন্সিলররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানববন্ধনে পুলিশের জয়েন্ট কমিশনার (অপারেশন) মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়া ৫৫ নং ওয়ার্ড কমিশনার ও ৫৬ নং ওযার্ডের ভারপ্রাপ্ত কমিশনার আলহাজ্জ¦ নূর আলম , ৫৭ নং ওয়ার্ড কমিশনার সাইদুল মাতবর, চকবাজার এডিসি কামালআহমেদ, এডিসি নাজির আহমেদ, জোন এসি সালাউদ্দিন, এসি পেট্রল সানোয়ারহোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃত উপস্থিত ছিলেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...