পিবিএ,ঢাকা: গুরুতর অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অনেক সময় নেতাকর্মীদের নাম মনে করতে পারেন না এবং কখনো কখনো খুব পরিচিতজনকেও চিনতে পারছেন না তিনি। রবিবার (২০জানুয়ারি) অবারও তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানা গেছে।
জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, এরশাদ এবার যে পরিমাণে অসুস্থ হয়েছেন তাতে মনে হচ্ছে না তিনি আর দলের দায়িত্ব নিতে পারবেন। সে কারণে তিনি তার অবর্তমানে ভাই জিএম কাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে অস্থিরতা রয়েছে। এরশাদের স্ত্রী ও দলের অপর কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং তার সমর্থকরা চান না জিএম কাদের দলের পরবর্তী কান্ডারি হন। ফলে বিষয়টি নিয়ে অসুস্থতার মধ্যেও এরশাদের সঙ্গে রওশনের পারিবারিক দ্বন্দ্ব চলছে।
পিবিএ/এফএস