গুরুদাসপুরের আশিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পিবিএ,নাটোর: নাটোরের গুরুদাসপুরে আশিক শেখ (২৪) হত্যা মামলার টানা ২৩ মাস অতিবাহিত হয়েছে। কিন্তু ওই মামলার চার আসামীদের কেউ-ই গ্রেপ্তার হয়নি। এনিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি মামলার বিচার পাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। উপায়ন্ত না দেখে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় এলাকাবাসীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ ঘটিকায় পৌরসভার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ রোডে নিহত আশিক শেখর পরিবারে আয়োজনে হাজারো মানুষের সমাগম ঘটে ওই মানববন্ধনে। এতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসুচিতে অংশ গ্রহনকারীদের মধ্যে নিহত আশিক শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তিদাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ,বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ছাবলুর রহমান,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু তাহের, নিহত আশিক শেখের বাবা মো. নজরুল ইসলাম শেখ প্রমূখ। বক্তারা অভিযোগ করেন, আশিক শেখ খুন হওয়ার ২৩মাস পেরিয়ে গেলেও আসামীরা গ্রেপ্তার হয়নি। এব্যাপারে গুরুদাসপুর থানায় যোগাযোগ করা হলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

এব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে জানান, মামলাটি দুই সপ্তাহ আগে মামলাটি হাতে পেয়েছেন তিনি। আসামীদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছেনা। তবে দ্রুত সময়ে ভালো খবর পাওয়া যাবে। পুলিশ জানায়, নিহত আশিক শেখ পৌরসভার চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার নজরুল শেখের ছেলে। পাশের চাঁচকৈড় টলটলিপাড়া মহল্লার জালাল মন্ডলের ছেলে আশিকুর রহমান ওরফে অলি (২৪)র সাথে পাওনা টাকা নিয়ে তার বিরোধ ছিল। গত ২০ আগষ্ট রোববার) রাত ১০টার দিকে টাকা দেওয়ার কথা বলে আশিককে অলি তাদের বাড়িতে ডেকে নেয়। এক পর্যায়ে অতি ও তার বাড়ির সদস্যরা কুপিয়ে হত্যা করে আশিক শেখকে।

ওই হত্যার ঘটনায় নিহত আশিক শেখের বাবা নজরুল ইসলাম শেখ বাদী হয়ে পর দিন ২১ আগষ্ট গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আশিকুর রহমান ওরফে অলি (২৪) তার বাবা জালাল উদ্দিন মন্ডল (৫২), মা আলেয়া বেগম (৪২) ও স্ত্রী রিয়া খাতুন (২০) কে আসামী করা হয়েছে। হত্যার ঘটনার পর থেকে বসত:বাড়ি ফেলে তারা সকলেই পলাতক রয়েছেন। নিহত আশিক শেখের স্ত্রী ওদেড় বছরের এক সন্তান রয়েছে।

পিবিএ/এনএইচ/বিএইচ

আরও পড়ুন...