গুরুদাসপুরে অসুস্থ মুরগী বিক্রির দায়ে জরিমানা

অসুস্থ মুরগী বিক্রির দায়ে জরিমানা
অসুস্থ মুরগী বিক্রির দায়ে জরিমানা

পিবিএ,গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী জবাই ও বিক্রির দায়ে তিন মুরগী ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ মে) উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী জবাই ও বিক্রয় করা এবং মুল্য তালিকা না টাংগানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওয়াতায় তিন মুরগী ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা

তাদের কাছে জরিমানা করা হয় এবং পরবর্তীতে এরকম যেন না হয় তার জন্য প্রত্যেক ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন গুরুদাসপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেরিনারী সার্জন।

পিবিএ/এনএইচএন/আরআই

আরও পড়ুন...