গুরুদাসপুরে বেপরোয়া ট্রাক কেড়ে নিল তিন শ্রমিকের প্রাণ

পিবিএ,গুরুদাসপুর,নাটোর: সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি শ্রমিকবাহী পিকআপকে একই দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপের তিন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আন্তত ১০জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর ছয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর উপজেলা অংশের ১০ নম্বর ব্রীজ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাড়া গ্রামের রুহুল আমীন (৪২), কান্দুপাড়া গ্রামের মোজাহার আকন্দর ছেলে আব্দুল কাদের (৬০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরের আব্দুস সামাদের ছেলে রাকিবুল (২৪)। নিহতরা প্রত্যেকেই শ্রমিক।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন পিবিএ’কে জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী পিকআপটি গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা ১০নম্বর ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়।

এতে পিকআপটি ছিটকে মহাসড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ১০ শ্রমিক।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

পিবিএ/এনএইচএন/এমএসএম

আরও পড়ুন...