গুরুদাসপুরে হত্যা মামলার আসামী খুন


পিবিএ,গুরুদাসপুর(নাটোর): নাটোরের গুরুদাসপুরে পুর্ব শত্রুতার জের ধরে জালাল মন্ডল(৬০) নামে এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার বাম হাত কেটে ফেলে এবং ডান হাত ও বাম পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। অতিরিক্ত রক্ত খরণের কারণে রামেক হাসপাতালে গিয়ে তিনি মারা যান। জালাল উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত-আনন্দ মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী এলাকার ভ্যান চালক মোশারফের বাড়ির সামনের রাস্তা দিয়ে নাটোর কোর্টে মার্ডার কেসের হাজিরা দিতে যাচ্ছিলো জালাল মন্ডল। এসময় তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

স্থানীয় সূত্রে জানাযায়, কে বা কাহারা জালাল মন্ডলকে হত্যা চেষ্টা করে আহত রক্তাক্ত অবস্থায় এই রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে আহত জালাল মন্ডলকে গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং গুরুদাসপুর থানা পুলিশকে খবর দেন। এলাকাবাসী পিবিএ’কে জানান, আহত জালাল মন্ডল অনেক দিন আগের যোগেন্দ্রনগর এলাকার মৃত-মমিন মন্ডল হত্যার প্রধান আসামি ছিলেন। সেই কেসের হাজিরা দিতেই তিনি এই রাস্তা দিয়ে নাটোর কোর্টে যাচ্ছিলেন। এসময় তার উপর অতর্কিত হামলা হয় এবং সেই সাথে তিনি ২০১৩ সালের ১৩ মে উপজেলার যোগেন্দ্র নগর গ্রামের স্বামী পরিত্যাক্ত একটি নারীকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত সফুরার ভাই বাদী হয়ে সাইফুল ইসলাম,শরিফুল ইসলাম ও রফিকুল ইসলামসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় জালাল উদ্দিনকে প্রধান স্বাক্ষী করা হয়।

গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাব হোসেন পিবিএ’কে জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত জালালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জালাল মন্ডল পিবিএ’কে জানান, আমি সকালে নাটোর কোর্টের উদ্দ্যেশে রওনা হই। এসময় পূর্ব প্রস্তুতি নিয়ে আমার ওপর হামলা চালায় যোগেন্দ্রনগর এলাকার মৃত-আক্কাছের ছেলে সাইদুল মন্ডল, তারই ছেলে শরিফ মন্ডল, মৃত-মোমিনের ছেলে আশরাফুল ও তার আরেক ছেলে রফিক,বাঘাসহ অনেকে হামলা করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাহারুল ইসলাম পিবিএ’কে জানান, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পিবিএ/এনএইচএন/এমএসএম

আরও পড়ুন...