গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে ভাংচুর

পিবিএ,ঢাকা: বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুসারী নেতা-কর্মীরা প্রথমে নয়াপল্টন কার্যালয়ের ফটকে তালা দেন। এরপর বিকেল সাড়ে পাঁচটা দিকে তারা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করতে থাকেন মিলনের অনুসরীরা।

একই সময়ে নারায়ণগঞ্জ-১ আসনে তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমকে দল থেকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে তাদের অনুসারী কর্মী-সমর্থকেরা গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় ভাংচুর ও সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা কার্যালয়ের প্রধান ফটকে লাথি মারেন, ধাক্কা দেন, ইট-পাটকেল ছুড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনেকেই ফটকের সামনে শুয়ে বিক্ষোভ করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ প্রর্দশন অব্যাহত রয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...