পিবিএ,ঢাকা: রাজধানীর গুলিস্তানে ছিনতাইয়ের সময় গুলিতে ছিনতাইকারী নিজে সহ ২ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১ টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হলেন পথচারী সুজাউদ্দিন তালুকদার (৪০) ও ছিনতাইকারী জাহিদুল ইসলাম সোহাগ (৪০)।
আহত সুজাউদ্দিন নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা। তার বাসা মিরপুর ১ নম্বর সেকশনের আহমেদ নগর ১২৮/ডি। গ্রামের বাড়ি মাদারিপুর কালকিনি উপজেলার পশ্চিম খানদুলি গ্রামে। আর আহত সোহাগ পেশায় ট্রাক চালক। ফরিদপুর বোয়ালমারী উপজেলার ধুলপুকুরিয়া গ্রামের গফফার শেখের ছেলে তিনি।
আহত সুজাউদ্দিন জানান, কোম্পানীর একটি কাজে মতিঝিল থেকে পায়ে হেটে নবাবপুর যাচ্ছিলেন তিনি। গুলিস্তান পার্কের পূর্ব পাশের হানিফ ফ্লাইওভার ব্রীজের ঢালে পৌছালে মোটর সাইকেল যোগে ৪-৫ জন ছিনতাইকারী এসে তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে মারধর করে এরপরই তাকে লক্ষ করে গুলি ছোড়ে। তার সঙ্গের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তবে ব্যাগে ব্যাংকের চেক বই ও অফিসের কিছু কাগজপত্র ছিলো।
আহত সোহাগ দাবি করেন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। গুলিস্তানে গাড়ি থেকে নেমে পায়ে হেটে মতিঝিল তার চাচাতো ভাই মাসুদ এর কাছে যাচ্ছিলেন। পার্কের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখেন কয়েকজন লোক মোটর সাইকেল নিয়ে এসে এক লোকের সাথে ধস্তাধস্তি করছে। এরপরই তারা গুলি ছোড়ে। তখনই সোহাগ গুলিবিদ্ধ হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হক পিবিএ’কে জানান, গুলিম্তান মহানগর নাট্ট মঞ্চের পূর্ব পাশের ফুটপাত দিয়ে গুলিস্তানের দিকে হেটে যাচ্ছিলেন সুজাউদ্দিন। এসময় সোহাগ সহ ২ জন ছিনতাইকারী একটি মোটর সাইকেলে এসে রাস্তা বিপরিত পাশে থামে। সেখান থেকে সোহাগ রাস্তার এপাশে এসে সুজাউদ্দিনের সঙ্গে থাকা ব্যাগ ছিনেয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী সোহাগ তার কোমরে থাকা পিস্তল বের করে সুজাউদ্দিনেরর পায়ে গুলি করে। এসময় সোহাগারের নিজের পায়েও একটি গুলিবিদ্ধ হয়।
তিনি আরো জানান, এরপর অপর ছিনতাইকারী ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। আর পথচারীরা তাদের ২ জনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সোহাগ পুলিশ প্রহরায় চিকিৎসাধীনন আছে। ঘটনাস্থল থেকে ৪ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পিবিএ/এইচ/হক