গুলিস্তানে পুলিশের উপর হামলা, আইএস’এর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে- ডিএমপি কমিশনার

পিবিএ,ঢাকা: সোমবার গুলিস্তানের ট্রাফিক পুলিশের উপর ককটেল বিস্ফোরণের ঘটনার আইএসএর দায় স্বীকার করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ককটেল বিস্ফোরণে আহত ২ পুলিশ সদস্যকে দেখতে ও তাদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে আসেন তিনি।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার পর আইএস’এর দায় স্বীকার বা অন্য কেউ প্রতারণা মূলক এধরণের পোস্ট দিয়েছে কিনা, তা আমাদের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এন্টি টেরোরিজম বিশেষজ্ঞরা পরিক্ষা-নিরিক্ষা করে দেখছেন। বিস্ফোরণ হওয়া ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্নতম ছিল। কাউন্টার টেরোরিজম বিস্ফোরণের ধরণ, আহতের ধরন সহ প্রয়োাজনীয় এভিডেন্স সংগ্রহ করেছে।

সোমবার গুলিস্তানের ট্রাফিক পুলিশের উপর ককটেল বিস্ফোরণের ঘটনার আইএসএর দায় স্বীকার করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার আছাদুজ্জামান মিয়া
ডিএমপি কমিশনার

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য যে কোনো নৈরাজ্য, উগ্রবাদ দমনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই ঘটনাটি আদৌ জঙ্গি সংশ্লিষ্ট কিনা, নাকি সাধারন অপরাধীরা এটি করেছে তা খতিয়ে দেখছি। তৃতীয় কোনো মহলও এটি করতে পারে। সব বিষয়েই আমরা খতিয়ে দেখা হচ্ছে।

ট্রাফিক পুলিশের উপর ককটেল হামলার পর থেকে ট্রাফিক পুলিশদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আহত ট্রাফিক পুলিশ সদস্য নজরুল ইসলাম ও লিটন হাসপাতালের জরুরী বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন জানান, আহত ২ জনেরই ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে। মাথায় আঘাত পাওয়া নজরুলের মাথার সিটিস্ক্যান রিপোর্টও ভালো আছে। তার মাথায় কয়েকটি সেলাই করা হয়েছে। সব মিলিয়ে তারা ভালো আছেন।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...