পিবিএ, ঢামেক : রাজধানীর গুলিস্তান মহানগর নাট্টমঞ্চের সামনে যাত্রীবাহী বাস চাপায় জাকির হোসেন (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।
আজ রবিবার সকাল পৌনে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী জাকির হোসেন পেশায় রিকশাচালক। ভোর ৬টায় তিনি রিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়। পরে গ্যারেজ থেকে রিকশা নিয়ে রাস্তায় বেরোয়। এরপর গুলিস্তানে বাস চাপায় তার নিহতের খবর শুনে সেখানে গিয়ে লাশ দেখতে পাই।
২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ যাত্রাবাড়ি ধলপুর কোল্ডস্টোর গলির একটি বাসায় ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘিপাড় এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।
লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে গুলিস্তানে মহানগর নাট্টমঞ্চের সামনে চাঁদপুর গামী যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস জাকির সহ তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে বাসের চাকার নিচে তার মাথা পৃস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/জেডআই