গুড়া দুধের উপর শুল্ক আরোপে গোপালগঞ্জে মানববন্ধন

পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে আমাদনীকৃত গুড়া দুধের উপর ৫১% শুল্ক আরোপের দাবীতে মানব-বন্ধন সমাবেশ করেছে দুগ্ধ-খামারী ও সমবায়ীরা। ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশন কাশিয়ানী শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় গুড়া দুধ আমদানী বন্ধ কর-ডেইরী শিল্প রক্ষা কর, গুড়া দুধ আমদানী নিষিদ্ধ কর-দেশীয় খামার রক্ষা কর, ইত্যাদি স্লোগান দেয় মানববন্ধনকারীরা। মানববন্ধনকালে মহাসড়কের উপর কয়েক কলস দেশীয় তরল দুধ ঢেলে দেয় তারা।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সভাপতি নায়েব আলী খান, লক্ষ্মীপুর কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ, দুগ্ধ-খামারী বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান (বাবু), সাবেক ইউপি-চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, রাতইল ইউপি-চেয়ারম্যান বিএম হারুণ-অর-রশিদ (পিনু), মহেশপুর ইউপি-চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের জনগণের পুষ্টি ঘাটতি দূর করে মেধাবী জাতি গঠনে ভূমিকা রেখে যাচ্ছে দেশীয় দুগ্ধ শিল্প। বিগত ৭ বছরে দেশের দুগ্ধ-খামারের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ লক্ষ হয়েছে। দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে ৯৪ মেট্রিক টন হয়েছে। ইতোমধ্যে দেশের ডেইরী খাতে ব্যাপক কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দুগ্ধ-ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে প্রায় ৯৪ লাখ মানুষ। তাই দেশীয় ডেইরী শিল্প রক্ষার্থে গুড়ো দুধ আমদানীতে নিরুৎসাহিত করতে হবে এবং আমাদনীকৃত গুড়া দুধের উপর আরও শুল্ক আরোপ করতে হবে। এজন্য তারা ২০১৯-২০ অর্থ-বাজেটে আমাদনীকৃত গুড়া দুধের উপর ৫১% শুল্ক আরোপের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। পরে তারা ব্যানার-প্লাকার্ড নিয়ে ভাটিয়াপাড়া থেকে কাশিয়ানী ফ্লাইওভার ব্রীজ পর্যন্ত মহাসড়কের উপর র‌্যালী করে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...