সরাসরি গুয়াহাটি-ঢাকা ফ্লাইট ১ জুলাই থেকে

পিবিএ ডেস্কঃ ভারতের বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ১ জুলাই থেকে গুয়াহাটি-ঢাকা সরাসরি ফ্লাইট স্পাইসজেট ৫৫ মিনিটের এই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

গুয়াহাটি-ঢাকা বিমান পরিষেবা চালুর সিদ্ধান্তে খুশি উত্তর-পূর্ব ভারত। গুয়াহাটি থেকে ঢাকায় সরাসরি উড়োজাহাজ চলাচলের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নতির পাশাপাশি বাড়বে পর্যটনের সম্ভাবনাও।

স্পাইসজেট সূত্রের খবর, ১ জুলাই থেকে প্রতিদিন গুয়াহাটির গোপীনাখ বড়দলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে ছাড়বে ফ্লাইটটি। আবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে বাংলাদেশ সময় ১টা ৪০ মিনিটে। প্রাথমিকভাবে গুয়াহাটি থেকে ঢাকা একক পথে করসহ ভাড়া ৩ হাজার ৩৫৫ রুপি। ইতিমধ্যেই গুয়াহাটি-ঢাকা টিকিট বুকিং শুরু হয়েছে।

বেসরকারি এই উড়োজাহাজ সংস্থাটি বর্তমানে ভারতের ২২টি শহরে ৪৬টি ফ্লাইট পরিচালনা করে। ২০ জুন আরও ১৪টি শহরে সরাসরি উড়বে স্পাইসের উড়োজাহাজ।

পিবিএ/এমএস

 

আরও পড়ুন...