পিবিএ,ডেস্ক: গুয়েতেমালার রাজধানীর কাছে অবস্থিত একটি কারাগারে দুদল কারাবন্দীর মধ্যে গোলাগুলির ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। সহিংসতা বন্ধ করতে কারাগারটিতে প্রায় ১৫শ সেনা এবং পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।গোলাগুলির ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারের দুই বন্দীর মধ্যে প্রথমে মারামারি শুরু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই পরে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দুই বন্দীর একজন নেশাগ্রস্ত ছিল বলে অভিযোগ উঠেছে।গুয়েতেমালা শহরের কাছে অবস্থিত প্যাভন কারাগারটিতে কমপক্ষে চার হাজার বন্দী রয়েছে। অথচ ১৯৭০ সালে নির্মিত এই কারাগারটির বন্দী ধারণ ক্ষমতা মাত্র এক হাজার।
সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রায় আট ঘণ্টা কারাগারটির নিয়ন্ত্রণ ছিল বন্দীদের হাতে। গুয়েতেমালা কারাগার রক্ষণাবেক্ষণের মুখপাত্র কার্লোস মোরালস রয়টার্সকে জানিয়েছেন, ইতোমধ্যেই কারাগারটিতে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী সদস্যরা। এর আগে ২০১৬ সালে ওই একই কারাগারে দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে সংঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
পিবিএ/এইচটি