গৃহপালিত প্রাণীর প্রতি শিশুদের ভালোবাসা যে অকৃত্তিম তা এই ছাগলছানার সাথে রোকেয়ার আলিঙ্গন দেখেই বুঝা যায়। সে তার ছাগলছানাটিকে অনেক ভালোবাসে, প্রতিদিন স্কুল থেকে এসে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায়, কাঁঠাল পাতা, পানি খেতে দেয়। সারাদিন তার সাথে খেলা করতে অনেক ভালো লাগে রোকেয়ার। ছবিটি সিরাজগঞ্জ কামারখন্দের বাড়াকান্দি গ্রাম থেকে তোলা। রোববার, ১৬ জুন। ছবি : পিবিএ