গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

পিবিএ, পাবনা: পাবনার আতাইকুলা থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত উকিল জোয়ারদার এর মেয়ে লাবলি খাতুন (২৬) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ০২.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম মোছাঃ লাবলি খাতুন কে শ্বাসরোধ করে হত্যার ঘটনা জানতে পারে। এসময় লাবলি খাতুনের স্বামী মোঃ সাইফুল ইসলাম (৩০) কে আটক করে আতাইকুলা থানার পুলিশের নিকট সোপর্দ করেছেন র‌্যাব।
পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ ০৮ জুন ২০১৯ ধারা-৩০২/৩৪ ।
জানা যায় লাবলি খাতুন ঈদ আনন্দ উপভোগ করার জন্য তার স্বামী ছাইফুল ইসলাম এর কথা মতো তার মামাশশুর বাড়ী যায়।
ঘটনাস্থল তেলিগ্রাম লাবলির মামাশশুর বাড়ী থেকে লাবলির বাবার বাড়ী খবর যায় লাবলি খুব অসুস্থ তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। কিছু সময় পর খবর পাওয়া যায় লাবলি মারা গেছে।
লাবলির পরিবার সুত্রে জানা যায় প্রতিনিয়তই স্বামী ও তার স্বজনেরা লাবলি খাতুন এর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতো।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এর মুঠো ফোনে বলেন, প্রথমিক ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । ছয় জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এক জন আটক আছে অন্যন্য আসামীদের গ্রেফতারের জন্যঅভিযান অব্যাহত রয়েছে ।

পিবিএ/এফএইচ/হক

আরও পড়ুন...