পিবিএ,গুরুদাসপুর,নাটোর: নাটোরের গুরুদাসপুরে গোপনে মহিলার গোসলের ভিডিও ধারণ করার অপরাধে মো.সিহাব হোসেন(১৮) কে মামলা সাপেক্ষে নাটোর আদালতে পাঠিয়েছে গুরুদাসপুর থানা পুলিশ। অভিযুক্ত আসামী উপজেলার মশিন্দা ইউনিয়নের শাহপুর এলাকার মো.মঈনুল হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোজাহারুল ইসলাম জানান, গত ১৭/০৬/১৯ ইং তারিখে মশিন্দা ইউনিয়নের শাহপুর এলাকার মইনুলের ছেলে সিহাব পার্শ¦বর্তী বাড়ির একটি গৃহবধুর গোসলের সময় তার ভিডিও গোপনে ধারন করে। পরে অভিযুক্ত সিহাবের বিরুদ্ধে মামলা দায়ের করেন পার্শবর্তী গৃহবধু। তার মামলার প্রেক্ষিতে শুক্রবার সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
পিবিএ/এনএইচ/হক