গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় ডিসি এসপি ও ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

সোহাগ লুৎফুল কবির, পিবিএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিথ্যা চরিত্রহীনার অভিযোগে আওয়ামী লীগ নেতা এক গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্ট এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডিসি জেলা পুলিশ সুপার এস পি এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ প্রদান করেছেন। বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম বাসার গণমাধ্যমকর্মীদের জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সোমবার উচ্চ আদালতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত উল্লাপাড়ার আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ কর্তৃক এক নারীকে চুল কেটে দেওয়া ও অন্যায় ভাবে তার পরিবারকে হুমকি প্রদর্শন সম্বলিত সচিত্র প্রতিবেদন এবং ভিডিও ক্লিপ প্রদর্শন করেন। প্রকাশ্যে আসামিরা ঘুরে বেড়ায় আর পুলিশ কেন আসামিদের খুঁজে পায় না? তা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। পরে বিজ্ঞ আদালত সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহমেদ, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ কে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে আগামী ১১ই ডিসেম্বর বুধবার এর মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ গত ২৫শে নভেম্বর উপজেলার গজাইল গ্রামের এক গৃহবধূর বিরুদ্ধে মিথ্যা চরিত্রহীনার অভিযোগ এনে বটি দিয়ে তার চুল কেটে দেন। চুল কেটে দেওয়ার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছেড়ে দেওয়া হয়।
আওয়ামী লীগ নেতার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে এই নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতিত মহিলা আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের ভয়ে তার দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে স্বজনদের পরামর্শে ও সহযোগিতায় ২রা ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানার ওই আওয়ামী লীগ নেতা ও তার চার সহযোগীদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা করার পর আসামি পক্ষ বাদীর পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। ফলে নির্যাতিত এই গৃহবধূ এখন নিরাপত্তাহীনতার মধ্যে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে “চরিত্রহীনার মিথ্যা অভিযোগ উল্লাপাড়ার গৃহবধূর চুল কেটে দিলেন আওয়ামীলীগ নেতা” শিরোনামে গত রোববার বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়।
এরই প্রেক্ষিতে সোমবার হাইকোর্ট এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডিসি জেলা পুলিশ সুপার এস পি এবং উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম বাসার গণমাধ্যমকর্মীদের জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সোমবার উচ্চ আদালতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত উল্লাপাড়ার আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ কর্তৃক এক নারীকে চুল কেটে দেওয়া ও অন্যায় ভাবে তার পরিবারকে হুমকি প্রদর্শন সম্বলিত সচিত্র প্রতিবেদন এবং ভিডিও ক্লিপ প্রদর্শন করেন।
পিবিএ/ কবির/জেডআই

আরও পড়ুন...