গেইলের সেঞ্চুরি ম্লান করে দিলেন জেসন রয়

Jason

পিবিএ ডেস্ক : ক্রিস গেইলের মারমার কাটকাট সেঞ্চুরি ম্লান করে দিলেন ইংল্যান্ডের জেসন রয়। তার ঝোড়ো সেঞ্চুরির দাপটেই ওয়েস্ট ইন্ডিজে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রান তাড়ায় রেকর্ড করে ছয় উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ১২৯ বলে ১৩৫ রানের ইনিংসের সুবাদে আট উইকেটে ৩৬০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে আট বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড (৩৬৪/৪)। ম্যাচের সেরা জেসন রয় করেন ৮৫ বলে ১২৩ রান।

একদিনের ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে জেতার তালিকায় ইংল্যান্ডের এই জয় এখন তিন নাম্বারে। এর আগে ২০০৬ সালে জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় উইকেটে ৪৩৮ রান তুলে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকাই ডারবানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে ৩৭২ তুলে জিতেছিল।

তারপরেই রুটদের এই জয়। অবশ্য ইংল্যান্ডের একদিনের ইতিহাসে এটাই রান তাড়া করে সবচেয়ে বড় জয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও রান তাড়া করে এটা বৃহত্তম জয়। এই জয় বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে আত্মবিশ্বাস জোগানোর পাশাপাশি ফেভারিট হিসেবেও চিহ্নিত করছে।

জেসম রয় সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৬৫ বলে। যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি। ওপেনিংয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে ৯১ রান যোগ করেন তিনি। দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে তিনি যোগ করেন ১১৪ রান। ম্যাচের শুরুতে গেইলের ক্যাচ ফেলেছিলেন তিনি। তারই প্রায়শ্চিত্ত করে গেলেন ম্যাচ-জেতানো শতরানে।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...