পিবিএ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার) রাতের মধ্যে বা কাল (বুধবারের) মধ্যে যাতে বিজয়ীদের নাম-ঠিকানা সরকারি মুদ্রণালয়ে পাঠানো সম্ভব হয় তার জন্য জোর প্রস্তুতি চলছে বলে জানান সচিব হেলালুদ্দীন আহমেদ।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন গণমাধ্যম কর্মীদের।
তিনি বলেন, আজ মঙ্গলবারের মধ্যে রাতে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা সম্ভব হয় সেজন্য টানা কাজ চলছে ইসিতে। আজ মঙ্গলবার রাতের মধ্যেই যাতে বিজয়ীদের নাম-ঠিকানা সরকারি মুদ্রণালয়ে পাঠানো সম্ভব হয় তার জন্য জোর প্রস্তুতি চলছে। কোনো কারণে কাজ শেষ করা সম্ভব না হলে বুধবার গেজেটের ম্যাটার বিজি প্রেসে পাঠানো হবে। এক্ষেত্রে বুধবার হবে গেজেট। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচিতদের গেজেট প্রকাশের সব প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। সব তৈরি করে প্রেসে পাঠানোর চেষ্টা করা হবে। আজকের (মঙ্গলবার) মধ্যে সম্ভব না হলে কাল (বুধবার) গেজেট হবে।
তিনি জানান, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়।
জানা গেছে, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কত দিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে
পিবিএ/জেডআই