রাজধানীর গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক জিন্নাহ হত্যার ঘটনায় ফজলে রাব্বি ওরফে কালা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।
রোববার (৩ নভেম্বর) গেন্ডারিয়া কবরস্থানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাচালক জিন্নাহ হত্যার ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর জিন্নাহর ছেলে মো. ইউসুফ হোসেন গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জিন্নাহ পেশায় একজন অটোরিকশাচালক। ভিকটিম গত ২১ সেপ্টেম্বর রাতে গেন্ডারিয়ার জুরাইন এলাকার একটি গ্যারেজ থেকে তার অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাত দুজন যাত্রী নিয়ে রাত তিনটার দিকে গেন্ডারিয়া থানার আঞ্জুমান কবরস্থানের সামনে পোঁছালে ওই যাত্রীরা পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাত দুজন যাত্রী পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় ফজলে রাব্বি ওরফে কালাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালা জিন্নাহ হত্যাকান্ডের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।