পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে মনিকা চৌধুরী (৪০) নামে এক নারীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বিত্তরা। শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।রোববার দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মীর মোঃ সাজেদুর রহমান দুপুরে ঘটনার সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
ওই পুলিশ পরিদর্শক জানান, স্বামী মনিমোহন ওরফে মনিন্দ্র চৌধুরী দীর্ঘ প্রায় তিন বছর ভারতে বসবাস করায় চার সন্তানের জননী মনিকা চৌধুরী একাকী বাড়িতে থাকতেন। সে শ্রম বিক্রি করে জীবন নির্বাহ করতো।
রাতে কে বা কারা গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ওই নারী কাজে না আসায় অন্য শ্রমিকরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছে পুলিশ।
পিবিএ/বিএস/হক