গোপালগঞ্জের ৫টি উপজেলায় এক যোগে চলেছ ভোট গ্রহন

gopalgonj-election-PBA

গোপালগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলায় চলছে ভোট গ্রহন। সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুরু হয়।

জেলার ৫টি উপজেলার বিভিন্ন কেন্দ্র উপস্থিত ভোট প্রদান করেছেন ভোটারা। তবে কেন্দ্রগুলোতে ভোটাদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। এ নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলার ১১৪টি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন চলছে। বাকী চারটি উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

জেলার ৫টি উপজেলার থেকে ৬৭জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এ নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলার ৩৮৮টি ভোট কেন্দ্রের দুই হাজার ৪৬৬টি কক্ষে ৮ লাখ ৮০ হাজার ৯৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

gopalgonj-election-PBA.jpg-

নির্বিঘ্নে ভোট গ্রহস করতে ৩৮৮জন প্রিসাইডিং কর্মকর্তা, দুই হাজার ৪৬৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার হাজার ৯৩২জন পোলিং কর্তমর্তা দায়িত্ব পালন করছেন। নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখেতে মুকসুদপুর উপজেলা ৩ প্লাটুন ও বাকি চারটি উপজেলায় দুই প্লাটুনসহ মোট ১১ প্লাটুন বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...