গোপালগঞ্জে এলাকা মাতিয়ে বেড়াচ্ছে কালোমুখো হনুমান

পিবিএ ,গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দেখা মিলছে একটি কালোমুখো হনুমানের। এ হনুমানটি এখন বিভিন্ন পাড়া-মহল্লা মাতিয়ে বেড়াচ্ছে। হনুমানটিকে যেখানেই দেখা যাচ্ছে সেখানেই ভীড় করছেন শিশু-নারীসহ নানা বয়সের মানুষ। খাবারের সন্ধানে যে কোনভাবে গোপালগঞ্জে চলে এসেছে এ হনুমানটি। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে অবস্থান করছে।

এলাকাবাসী জানায়, খাবারের সন্ধানে এ হনুমানটি যশোর থেকে কোন যানবাহনে চরে গোপালগঞ্জে চলে এসেছে। সারা দিন এ গাছ থেকে ও গাছ আর মানুষের দেওয়া খাবার খেয়ে দিন কাটাচ্ছে
হনুমানটি। আর রাতে অবস্থান করছে গাছের উচু মগডালে। হনুমানটিকে দেখতে ভীড় করছে বিভিন্ন বয়সের মানুষ। তবে এখন পর্যন্ত হনুমানটিকে ধরে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়ার কোন
উদ্যোগ দেখা যায়নি বন বিভাগের পক্ষ থেকে।

গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম খান জানান, যশোর থেকে কলার ট্রাকে করে বা খাদ্যের অভাব ও নিরাপদ আবাসস্থল না থাকার কারণে হনুমানটি এখানে চলে আসতে পারে। হনুমানটিকে ধরার চেষ্ঠা করা হচ্ছে। ধরতে পারলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে।

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...