গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

পিবিএ,গোপালগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হুগলাডাঙ্গা মাঠে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতি বছরের মত এবছরও হুগলাডাঙ্গা গ্রামবাসী এ প্রতিযোগীতার আয়োজন করে। এ প্রতিযোগীতা দেখতে ভীড় করে কয়েক হাজার দর্শনার্থী। প্রতিযোগতা শেষে দেয়া হয় পুরস্কার।

একসময় দেশের জাতীয় অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষের চিত্ত বিনোদনের সুযোগ করে দিত ঘোড়দৌঁড় প্রতিযোগীতা। কিন্তু শহরের হাওয়া গ্রামে উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখন আর তেমন একটা দেখা যায় না।

তারপরেও সাধারন মানুষের চিত্ত বিনোদন দিতে হুগলাডাঙ্গা মাঠে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ১৪টি ঘোড়া অংশগ্রহন করে। হুগলাডাঙ্গা মাঠ থেকে মাঝিগাতী প্রান্ত পর্যন্ত কয়েক রাউন্ডে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে।

এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে হুগলাডাঙ্গা মাঠে দুপুর থেকে ভীড় করতে থাকে দর্শনার্থীরা। গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর, বাগেরহাট, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। দুর দুরান্ত থেকে পায়ে হেটে ও স্থানীয় বাহনে চড়ে লোকজন আসে ঘোড়দৌঁড় দেখতে। এ উপলক্ষে প্রতিযোগীতা স্থলে বসেছে মেলা। এ মেলায় মিষ্টি, খেলনা, নাগরদোলাসহ বসে বাহারী দোকান।

এ প্রতিযোগিতায় ফরিদপুর জেলার আমডাঙ্গা গ্রামের আকুব্বর মিয়ার ঘোড়া প্রথম ও মাগুড়া জেলার হাবিবুরের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে। পরে অতিথিরা বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...