গোপালগঞ্জে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী

পিবিএ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।

শুক্রবার বেলা ১১ টায় শহরের অনির্বাণ স্কুল চত্ত্বরে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক নীহার রঞ্জন বিশ্বাস, টুঙ্গিপাড়ার শাখার সম্পাদক কমরেড মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রনেন্দ্রনাথ মন্ডল ও ছাত্র ইউনিয়ন নেতা রথীন্দ্রনাথ বাপ্পী বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান ভাষা আন্দোলন, হান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীরদের এবং কমরেড লেবু, কমলেশ, বিষ্ণু ও মানিকের অবদানের কথা স্মরণ করা হয়।

এর আগে কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা শাখার সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রামজীবন বাড়ৈ-এর সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মহান মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট গেরিলা সদস্যদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এসময় জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন শেখ, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন খান, মুক্তিযোদ্ধা শেখ আকবর হোসেন, মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...