গোপালগঞ্জে কোচিং সেন্টার সিলগালা ও বেঞ্চে আগুন

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৬টি কোচিং সেন্টার সিলগালা ও এক’শ জোড়া বেঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান চালায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন পিবিএকে জানান, কাশিয়ানী উপজেলা সদরে দীর্ঘদিন যাবত আইন অমান্য করে কতিপয় কিছু শিক্ষক কোচিং বানিজ্য করে আসছিলো। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ দীর্ঘদিন যাবৎ এসব শিক্ষককে কোচিং সেন্টার বন্ধ করতে নিষেধ করলেও তারা বিষয়টি কর্ণপাত না করে চালিয়ে যাচ্ছিলেন।

পরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মাঈন উদ্দিনের একটি ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি কোচিং সেন্টার সিলগালা করে দেন। এসময় এক’শ জোড়া বেঞ্চ জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...